Photo by Shail Sharma on Unsplash

শিরোনামটি পড়ে কি ভাবছেন!
হ্যাঁ, আপনি ঠিক-ই ধরেছেন;
আমি সেই লোক
যাকে হাওড়া স্টেশনে আপনি রোজ দেখেন
পড়ে থাকি নোংরা-জঞ্জালের মধ্যে,
চলতে ফিরতে আপনি রোজই দেখেন--
এই রুগ্ন চেহারা খানি,
কখনো খাই ডাস্টবিনে পড়ে থাকা
আপনাদের খাওয়ারের উচ্ছিষ্ট টুকু,
কখনো বা জোটে জমে থাকা নোংরা জল।
আপনি রোজই দেখেন,
স্যুট কোট পরে স্টাইলে অফিসে চলে যান;
একদিন ও তো একটা রুটি কিনে আমায় দেন না!
বুঝি টাকা ক্ষয়ে যাবে?
আচ্ছা, আপনি তো রোজই দেখেন---
আমায় নোংরা জল খেতে,
কিন্তু একদিনও তো এক লিটার জল কিনে হাতে দেন না!
আমি সেই লোক মশাই ,
যার পা নেই, হাঁটতে পারি না তাই।
আপনাদের মতো হাজার হাজার অফিসগামী লোকেরা তাড়াহুড়োতে আমায় লাথি মেরে চলে যায়,
একবার কেউ ফিরেও তাকায় না!
আমি সে-এ-ই লোক ,
যাকে আপনি রোজ ধূলো ময়লাতে শুয়ে থাকতে দেখেন,
আপনি দেখেন এক গ্রীষ্ম থেকে আর এক গ্রীষ্ম পর্যন্ত
একটাই নোংরা জামা পরে থাকতে,
কিন্তু তা দেখেও আপনাদের মানসিকতা জাগে না।
আপনারা আমার পাশ দিয়ে যাওয়ার সময়
বরং নাক টিপে রাখেন, সামনে থুতু ফেলেন।
একবার বলুন তো,
আমি কি তবে মানুষ নই?
আপনার বাড়ির পোশা কুকুরটাকে তো কত যত্ন করেন,
তার জন্য কত্ত কত্ত টাকা খরচ করেন;
আপনার কি মন চায়না ?
একবারও কি ইচ্ছে হয় না!
আমায় একটা নতুন পোশাক কিনে দিতে?
আপনি কি এতটাই পাষাণ!
সত্যিই কি তবে মানুষ আপনি......... ? 

.    .    .

Discus