Photo by Lynn Danielson on Unsplash

ফাল্গুনী এলো আধ খোলা আধ ঢাকা শরীরে
শ্লীলতাহানির বৈধ হয়ে ওঠা আবির স্নানের হাত ধরে
ফাগুন উৎসব তরঙ্গ লহরীতে ভাসিয়ে
নিয়ে যায় যৌবন পৌঢ়ত্বের বাঁধ
ভেসে যায় নর্দমার পাশে বাস করা বস্তির খোলায়
শহর গ্রাম গঞ্জে নগরে ফুটপাতের তলায়
ভয়াবহ গরমে কাক বসেনা চালে
তবু বসন্ত চাই
আকাশে বাতাসে পল্লবে পল্লবে হানে ফুলশ্বর
হৃদয়ের তন্ত্রিতে তন্ত্রিতে বাজে কামনার গান
' তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ '
চৈত্রমাস আর সর্বনাশের মিলমিশ গলায় গলায়
মধুমাস পাঠায় বার্তা কুহু তানে
কৃষ্ণচূড়া পলাশের ছায়া ঘেরা পথ ধরে চলে যায় প্রেমিকের আঙিনায়
ঐতিহ্যের ঢাল বেয়ে নেমে আসে লাইসেন্স
প্যাসনের আবেগের নির্জনতার লাইসেন্স
নীজের অবদমন ডিকোট করার লাইসেন্স
পাড়ায় পাড়ায় ক্লিওপেট্রার ঠোঁটের কাছে আবির পৌঁছে দেওয়া
কে সম্রাট কে ভিখারী সব ধূলো
যৌনতার সহোদর ঈর্ষাই তৈরি করে পৃথিবীর ব্লু প্রিন্ট
তৈরি করে বসন্তের ভূমি রক্ষা কমিটি
জেগে থাকা ভেসে থাকা ভালোবাসার আঁচলের তলায়
কাঁচ পোকা ঝাঁপ দেয় মরার আশায়
এরই নাম জীবন এরই নাম বসন্ত
এরই নাম দোলপূর্ণিমা উৎসব মলয় বাতাস
বাঁধ ভাঙা বসন্ত গুটির প্রেম হৃদয়ে সবার।

.    .    .

Discus