Image by Piyapong Saydaung from Pixabay 

কলকাতা হোয়েছে মশাদের প্রজা
মসকুইটো কংডাম
মশার কামড় সহ্য করতে পারলে মন্দ নয়
লংকার ঝাল বলেই এতো আদর
নারী মুখরা বলেই এতো প্রেম
ভ্রমরের হুল বলেই এতো মধু
উত্তর দক্ষিণ পূব পশ্চিম
গ্রামে গঞ্জে শহরে নগরে আনাচে কানাচে
সর্বত্রই মশা বাহিনীর মার্চ
দংশহীন সন্ধ্যা মশা বিহীন মধুচন্দ্রিমা
নৈ ব নৈ ব চঃ
বর্তমানে মশাদের হালচাল পাল্টেছে
মশা সৈন্য বাহিনীতে দুই শ্রেণীর সৈন্য
এক ছিপছিপে চেহারা ফিনফিনে গাইয়ে
রুক্ষ রুক্ষ সুক্ষ্ম মিহি গলা স্ত্রী মশা
দুই গাবদা গাবদা কালচে
সিরিঞ্জের সূঁচের মতো হুল
যেমন একগুঁয়ে তেমনি বলিষ্ঠ
লুকোচুরির ধারধারেনা
অন্ধকারে কানের কাছে প্যানপ্যান করে
গান গেয়ে বলেনা, ভালবাসি, ভালবাসি,
ঘুমিয়ে পরো রক্ত চুষি
সোজাসুজি স্যানডউইচ করা পোষাকে
সিরিঞ্জ হুল ঢুকিয়ে গরম রক্ত চুষে নেয়
চড় চাপড়ে দু একটার ভবলীলা সাঙ্গ হলেও
চুলকানির ঠেলায় প্রাণ যায়
মারাত্মক মারাত্মক রোগ শরীরে পাচার চালায়
শত চেষ্টা করেও এদের নির্বংশ করা যাচ্ছেনা
অন্ধকার হলেই ড্রাকুলার আবির্ভাব।

.    .    .

Discus