Photo by Alexis Fauvet on Unsplash
মগজের ভিটেতে ভাবনা গিজগিজ
হামেশাই ছবির দৃশ্য পাল্টায়
পৃথিবীর ঘর প্রসব করে মানুষ
রক্তবীজ
আশা সুন্দর থেকে সুন্দরতমর
বাস্তব পাতার খবর
মহান মহৎ সৃষ্টির
যা কিছু তোমার আমার চোখে
আবিষ্কার
ধংসের সূতিকাগারে চলে লালনপালন
বিদঘুটে মানসিকতার জাল ছড়ায় মাকড়
কামনার ফল ক্ষমতার ফল
ঐ অমৃত ফলের লোভ
অতি লোভে তাঁতি নষ্ট
ভবিষ্যতে লোপাট হবার।