Image by Moondance from Pixabay

ছেলে (S.c) ~
আমার মা,
গল্প লেখেনি, কবিতা লেখেনি,
লিখেছে আমাকে সবটুকু দিয়ে,
আমার মা পদ্য লিখেনি, গদ্য লেখেনি,
শিষ্টাচার আর মানবতা দিয়ে লিখেছে আমাকে। আমার মা,
Sherlock বা ফেলুদা লিখেনি,
ভীমবেটকা চিত্র আঁকেনি,
Smartness আর দক্ষতা দিয়ে
i-pad এর ওই দুনিয়া দেখেনি।
আমার মা,
দেখেছে আমাকে, বুঝেছে আমাকে,
শিখেছে আমাকে, লিখেছে আমাকে,
এই বিশ্বের সব যন্ত্রণা সয়ে
আমার নামেতে লিখেছে আমাকে।
মাগো,
তুমি এরকমই থেকো পিছিয়ে,
সারা দুনিয়া জাগনা এগিয়ে,
আমার মা গল্প লেখেনি
লিখেছে আমাকে সবটুকু দিয়ে।

.    .    .

Discus