Photo by Gayatri Malhotra on Unsplash
শোনো গো শোনো শোনো, শোনো গো শোনো শোনো,
এযে এক আজগুবি দেশ, এযে এক আজগুবি দেশ।
এসো কাছে বলছি শোনো আজব দেশের কথা,
রাজা-গজা সবাই আছে জানলে পাবে মজা.
হ্যাঁ হ্যাঁ জানলে পাবে মজা।
পাগড়ি মাথায় রাজামশাই আছেন ভালোই খাসা
হঠাৎ করে দেখলে লাগে মাথায় পাখির বাসা
অ্যাঁ, মাথায় পাখির বাসা
গর্ব করে রানি বলেন, 'শুধু আমায় দেখুন'
দিনে রাতে সখীরা সব বাছে মাথার উকুন
ছি ছি, বাছে মাথার উকুন!
রাজপুত্র-রাজকন্যা পড়ায় দিয়ে ফাঁকি,
গুলতি ছুড়ে আম পারে আর হাতে থাকে ঝাঁকি
কী, হাতে থাকে ঝাঁকি।
মন্ত্রীমশাই মুচকি হাসেন মাঝেমধ্যে একটু কাশেন,
বিদূষক শুধুই ঝিমোন সুযোগ পেলে অল্প ঘুমোন।
সেনাপতির হাতের অসি ভীষণ তাতে ধার,
গলায় তিনি থাকেন পরে গজমতির হার।
ওহোহো গজমতির হার।
সেপাইরা সব হাওয়া করে হাওয়া করে দাঁড়িয়ে ঘুমের ঘোরে,
রেগে গিয়ে কোটাল বলে, 'হাওয়া দাও আরো জোরে'
আরো জোরে আরো জোরে।
দোরের পাশে দাঁড়িয়ে থাকেন রাজার যিনি জল্লাদ,
তরবারিটা উঁচিয়ে ধরে করেন শুধুই আহ্লাদ,
আহা করেন শুধুই আহ্লাদ।
রাজজ্যোতিষীর মাথার টিকি ভীষণ রকম দোলে,
যখন তিনি মগ্ন থাকেন গণৎকর্মকালে
ঠিক গণৎকর্মকালে।
বৈজ্ঞানিক আছেন একজন কী যে করেন গবেষণা
সবাই তাকে দেখলে বলে, 'আমার সামনে আর এসো না'
আর এসো না আর এসো না।
এমন মজার দেশের কথা শুনতে যদি পাও,
ছুট্টে এসো আমার কাছে নামটি বলে যাও,
দোহাই নামটি বলে যাও,
প্লিজ নামটি বলে যাও।।