Photo by phuong nguyen on Unsplash
শৈশব স্মৃতি ঝুলন্ত আলসে ধরে এখনো বাঁচতে চায়
তুলো ছেঁড়া শতছিন্ন কাঁথার ভাঁজে
বিদ্ঘুটে ভ্যাঁপসা গন্ধ আজও খুঁজে পাই,
শীতের রৌদ্র মাখা হারানো অতীতে
আজও বেঁচে আছে সেই
কাঁচের বয়ানে রাখা কুলের আচারে
আর ঠাম্মার হাতে গড়া আমসত্ত্বে।
শপিং মলের ঐ রঙিন জ্যাকেট গুলো
যতই ঝোলানো থাক স্টিলের হ্যাঙারে
উলের কাঁটায় বোনা নীল- সাদা সোয়েটারে
অনুভূতি জেগে ওঠে মায়ের আদরে।
রেস্টুরেন্টে আজ বাহারি কাঁচের গ্লাসে
চকোলেট শেক্ আর কোল্ড কফির আসর
ডিজিট্যাল যুগ তুমি যত স্বাদ পাল্টাও
তবু যেন মন টানে খেঁজুর রসের কদর।
শীতকাল মানে ছিল ব্যাডমিন্টন খেলা
হাডুডু , এক্কা- দোক্কা , ড্যাং- গুলি ছুঁড়ে ফেলা
সেদিনেও ছিল , আজও আছে সেই পিকনিক
পাঠকের ভিড়ে ঠাসা কলকাতা বইমেলা।
এল ই ডি-র পর্দায় অ্যানিম্যাল প্ল্যানেটে
ঝড়ের গতিতে চিতা হরিণের পিছে ছোটে
তবু যেন ইচ্ছে টা অতীত কে খুঁজে ফিরে
শৈশব ছুটে যায় চিড়িয়াখানার গেটে।
'সিনেমা হল' এর কথা বহুতলের নিচে
শ্বাসরোধ হয়ে চাপা পড়ে আছে স্মৃতিতে
আধুনিক পৃথিবী টা রিমোটে চলে সে আজ
মন তবু সব ছেড়ে ফিরে যায় অতীতে।।