Photo by Serhat Beyazkaya on Unsplash
ভাবতে লাগে অবাক
সুন্দর জীবনটা অগোছালো!
এই বুঝি মেঘের ফাঁক
থেকে উকি মারে আলো...!
অসম্পূর্ণতা এসে চেপে ধরে টুটি,
তার দখল করা আমার সব গল্পের plot এ
গেড়ে দেয় তার দখল খুঁটি!
নীরবতায় হাসফাঁস প্রাণ,
অনিদ্রা - দুঃস্বপ্ন - সব স্বপ্নের অবসান?
কোথায় যে এর গৌড় চন্দ্রিকা
কোথায় এর শেষের কবিতা,
বুঝছি না কিছুই ভাই
ভীষণই বোকা মাথা!
ভুল জেনেও করে যাই ভুল
সঠিকতায় দিয়ে দাড়ি...।
এগিয়ে চলি ভাঙ্গা মাস্তুল নিয়ে
দিয়ে ব্যাথার সমুদ্র পাড়ি।
জীবন সেই ছন্নছাড়া
পাড়ার রকে বসে আমি নেই রাজ্যের বাসিন্দে
বুক চিন চিন করে বড্ড,
রক্ত জমাট বেঁধেছে বাম অলিন্দে।
হ্যালো.. হ্যাঁ শুনতে পাচ্ছো..?
না ! রং নাম্বার!
কত বার তো ডায়াল করছি
খাতায় মিলিয়ে তাও রং আবার...?
সবার ঘর বানানো শেষ
না কী? আমার তো ইটই কেনা হয়নি!!!
সবার কাছে appiontment লেটার,
আর আমার admit ই.. ডাউনলোড হয়নি...!
প্রশ্নের নেই শেষ,উত্তর কী খুঁজব
শুনছো... বলছি কেউ কী আছো?
সারা ঘর খালি এখন কী
পাশের বাড়িতে খুঁজব???? "