Photo by Felipepelaquim on Unsplash
"অসম্পূর্ণতা... সম্পূর্ণতার অনুপস্থিতি... এ জগৎ সংসারের এক অলিখিত সত্য, অসম্পূর্ণতার মধ্যে এক মোহময়ী গন্ধ আছে যা তাকে নির্জনতা, একাকিত্ব, ভয়, রাগ , অন্ধকার,অবাস্তব,বাস্তব এ সবের থেকে আলাদা করে রেখেছে....এক আলাদা অবস্থান দিয়ে হাজারো শব্দের ভিড়ে, অসম্পূর্ণ বললে কত সব অসুম্পূর্ণতারা উঁকি দেয় , জেগে ওঠে হাজার বছরের তীব্র পুরু ধুলোর চাদরের তলায় পড়ে থাকা অসম্পূর্ণতার গল্প গুলো... আচ্ছা একটা একটা করে আসি...
অঞ্জন দত্তের গল্পে বেলা বোসের টেলিফোন কল ও ভালোবাসা অসুম্পূর্ণ,
ডক্টর বিধানচন্দ্র রায়ের গল্পে কল্যাণীর ভালোবাসা অসম্পূর্ণ,
অসুখী একজনের কবির প্রেমিকার অপেক্ষার অবসান অসম্পূর্ণ,
ওথেলোর গল্পে দেসদিমোনার প্রতি বিশ্বাস ও ক্ষমা প্রার্থনা অসম্পূর্ণ,
নচিকেতার গল্পে নীলাঞ্জনারকে প্রেম নিবেদন অসম্পূর্ণ,
হীর ও রঞ্ঝার প্রেম কাহিনী অসম্পূর্ণ,
রোমিও - জুলিয়েট এর বিবাহ ও মিলন অসম্পূর্ণ,
শিব - সতীর ভালোবাসা অসম্পূর্ণ,
ডিম্পলের বিক্রম বাত্রার অপেক্ষার সমাপ্তি অসম্পূর্ণ,
'টাইটানিক ' এ রোজের জীবনে জ্যাকের উপস্থিতি অসম্পূর্ণ,
কৃষ্ণের গল্পে রাধার মিলন অসম্পূর্ণ,
এই পৃথিবীতে প্রায় প্রত্যেকটা প্রেমের গল্পই সম্পূর্ণতার
তীরে অসম্পূর্ণ,
সেরকমই আমাদের গল্পটাও অসম্পূর্ণ...মনে প্রাণে চাই আমরা যাতে আমদের গল্পটা সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু না সেই রাজ্যেও অসম্পূর্ণতাই সর্বেসর্বা,তার একমাত্র লক্ষ্য গল্পের সম্পূর্ণতা।।"- শুভ
শেষ অবধি পড়লে জানাবেন কেমন লাগলো আপনার
মূলত বেশ কিছুদিন ধরে কিছু শব্দের অনুররণ শয়নে - জাগরণে ভেসে আসছিলো সেগুলোকেই ভাষার আকার দিলাম আর কিছু না।।