আমি কখনও সাদা; কখনও নীল ;
কখনো বা কালো,
কিন্তু মজার ব্যাপার আমাকে দেখে লাগে না কারো ভালো।
সারাদিন নিয়ম করে
বার বার ঘোরা কাজ আমার,
জীবনটা বোধয় তোমাদের
থেকেও বেশি বোরিং আমার।
সারাদিন পাগলের মতো শুধু
ঘুরে চলা বার বার,
সময় থাকেনা তোমাদের মতো
মনের কথা বলার।
ভাল্লাগেনা তাও আমাকে তোমরা,
দাও নাকো ছুটি,
চলার মাঝে থেমে গেলেই
চেপে ধরো আমার টুটি।
কিন্তু তোমার জীবনে যখন
আসে আনন্দ,
তোমরা বলো; তখন নকি আমার
সঙ্গে চলে উসিয়ান বোল্টের দ্বন্দ্ব।
কিন্তু যখনই আসে তোমার
জীবনে খারাপ সময়,
তখন নাকি আমি শ্লথের
থেকেও মন্থময়।
বোঝনা তোমরা, 4th dimension সময়
শুধু দেখতে পারি আমি,
তোমরা সময় থাকতে বোঝোনা
সময় কত দামি।
' জলের মতো ' ভেবে
অপচয় করো মোরে,
আর সময় আসলে
ধাক্কা খাও Newton এর 3rd law এর জোরে।
"For every action there is
equal and opposite reaction",
অসময়ে মাসুল গোনে
তোমার অপূর্ণ Action।
আর ভালো - খারাপ আমার
হাতে একেবারে নেই,
ভালো থাকলে খারাপ থাকবে
নিয়তির ভাগ্যচক্রই তো বলে সেই।
তাই মন্দের ভিড়ে
ভালোকে ফেলো না হারিয়ে,
সময়ের কাজ সময়ে করো
দেখবে আমরা একই Timeline এ দাড়িয়ে।।