Image by Darius Smiley from Pixabay
ভালোবাসা মানে গভীর অধ্যায়
অনেকে বোঝে না মর্ম,
কারণ ভালোবাসার থেকে বড়
আবার এদের কাছে ধর্ম।
ভালোবাসা মানে প্রথম আলাপ
নতুন যুগলের সন্ধি,
ভালোবাসা মানে একরাশ গোলাপের
আতর মাখা সুগন্ধি।
ভালোবাসা মানে অনেকটা পথ
নতুন শুভারম্ভ,
ভালোবাসা বলে এগিয়ে চল
দূরে থাক সব দম্ভ।
ভালোবাসা মানে অচিন পাখির
ছোট্ট একটা খাঁচা,
ভালোবাসা মানে নতুন করে
"নতুন" কে নিয়ে বাঁচা।
ভালোবাসা মানে দেখায় স্বপ্ন
জোগায় বাঁচার আশা,
ভালোবাসা মানে তোমার আমার
স্বাধীনতার ভাষা।
ভালোবাসা মানে তোমার হৃদয়ে
সুরেলা অনেক গান
ভালোবাসা মানে আমার ডয়ারে
রাখা, তোমার গীতবিতান।
ভালোবাসা মানে শীতের রাতে
জমানো অনেক গল্প,
ভালোবাসা মানে মিলমিশ থাক
খুনসুটিও হোক অল্প।
ভালোবাসা মানে প্রেমের জোয়ার
উন্মাদনায় শিহরণ,
ভালোবাসা মানে কৃষ্ণ- রাধার
রঙিন বৃন্দাবন।
ভালোবাসা করে রূপের বিচার
গুণ বুঝল না যারা,
রাতের আকাশে হারিয়ে যাওয়া
আমরা " ভিনদেশী তারা। "
অঝোরে আজ কাঁদল দেবদাস
পারোর কন্ঠ নীরব!
আমার অতীতে তুমিই ছিলে
শহুরে বেণীমাধব।
ভালোবাসা, আজ "জ্বলন্ত দাবানল"
প্রমাণ দিচ্ছে চাক্ষুষ,
স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া
আমরা " আঠেরো- একুশ। "
ভালোবাসা আজ বেহিসাবী
বুঝল না জীবনের অঙ্ক,
চোখের সামনে সব তো "ইতিহাস"
আমি, আজ কলঙ্ক।
ভালোবাসা করবে জীবনের জয়গান
এই মোর আহুতি,
ভালোবাসা মানে চির বন্ধন
দৃঢ় আর মজবুতি।
ভালোবাসা মানে আমার মনে
তোমার অনেক ছবি,
ভালোবাসা মানে আমার ক্যানভাসে
তুমিই প্রেমের কবি।
ভালোবাসা মানে তোমার চোখে
আমি, সুচরিতা
ভালোবাসা মানে হারানো সুর
হোক না "শেষের কবিতা। "
ভালোবাসা মানে বিনোদিনীর কষ্ট
বিহারী বুঝল না মন!
ভালোবাসা মানে হাজার মহেন্দ্রর ধোকা
আশালতা আজ প্রাক্তন।
ভালোবাসা মানে নীলকণ্ঠের ছোঁয়া
নিস্তব্ধ এক অরণ্য,
ভালোবাসার কেবল একটিই বাণী
"শুধু তোমারই জন্য।"