Photo by Kolkatar Chobiwala: Pexels

কোথা হতে এক দানবীয় সমীরণে
মুখ ঢেকে দিল কৃষ্ণ মেঘের বিষণ্নে ।

শরতে নীলিমার সেই কান্নার সুর ;
দিক হতে দিক তা ছড়ায় বহুদূর ।

রিক্ত করে এ বাঙালির হৃদয়ে খুশি
ম্লান হয়ে আসে আজ কাশেদের হাসি ।

মাঠের শেষে নাম না জানা হরবোলা -
সুরে তার “মেঘছায়ার বিদায়বেলা” ;

সুরে মাতলো সারা ভুবন, দিল সাড়া,
হৃদয়-পাখি যত, সব বাঁধন ছাড়া ।

বেতারে বাজে আগমনীর আত্মকথা,
দশ প্রহরণ ধারিণীর গল্পে গাঁথা ।

উচ্ছ্বাসের চারটি দিন আনন্দে ধোয়া -
দেবী দুর্গার বিসর্জনে – “শুভ বিজয়া” ।।

.    .    .

Discus