Photo by Shreshth Gupta on Unsplash
আমি তোমার একশো কুড়ি কোটি সন্তানের মাঝে অধম সন্তান। আমার বেড়ে ওঠায় তোমার অবদান অনস্বীকার্য, তোমার সংস্কৃতি আমার শোণিত স্রোতে প্রবহমান। যেই দিকে চাই, তোমার অস্তিত্ব আমার রন্ধ্রে রন্ধ্রে অনুভূত হয়| তোমার ধ্বজা স্বগর্বে উড্ডীয়মান দেখলে আমিও গর্বিত হই | বন্দে মাতরম' আমার হৃদমাঝারে দোলা লাগায়| অনুক্ত ভাবেই আমি তোমার কাছে চিরঋনী |
আদিকাল থেকে শুরু করে বর্তমান অবধি তোমার কোলে অসংখ্য সন্তান জন্মেছে | তারা তোমার কোলেই পালিত হয়েছে ও মৃত্যু শয্যায় শায়িত হয়েছে। কালের দূর দিগন্তে যে যুগ সকল বিলীন হয়ে গেছে তাদের সঙ্গেই নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক পুরাতন ভাবধারা, আচার-আচরণ, কুসংস্কার-সুসংস্কার | রবিঠাকুরের কবিতার মত এসেছে পাঠান, মোগল, পরাক্রমশালী, প্রভাবশালী সব রাজরাজারা | ওদের শাসনাধীনকাল জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখতে পারেনি।কালের অন্তহীন ধারা, তাদের ধুয়ে নিয়ে গিয়ে কোনো বিস্মৃতির বালুকা স্তূপের তলায় চিরতরের জন্য সমাধিস্থ করেছে।কাটাকাটি মারা মারি করে কেবল মাত্র দখলযোগ্য মাতৃকা থেকে মাতৃকার মর্যাদা তুমি পেয়েছ। কুটিল ইংরেজরা আমদের কুশলময় ভ্রাতৃত্বে এক গভীর ক্ষত রেখে দিল | তুমি হয়ত সবার অজান্তে
অশ্রুধারা বইয়ে ছিলে, তোমার সন্তানদের জান্তব রীতিনীতির প্রতি আত্ম সমর্পণ করায় হয়তো তুমি ডুকরে কেঁদে উঠেছিলে।কেউ শুনেছিল, কেউ শুনেও নির্বিকার চিত্তে পাশবিকতা চালিয়ে গিয়েছিল ।
সে যুগ এখন অতীত কিন্তু সে যুগের প্রভাবে আজও সম্পর্কের তিক্ততা টিকে আছে |
1946-47 এর ভয়াবহ দিনগুলি পেরিয়ে আমদের স্বাধীনতা কিন্তু বর্তমানেও আমরা পরাধীন | নারী নির্যাতন থেকে শুরু করে রাজনৈতিক দুর্নীতি, হিন্দুস্তান পাকিস্তানের মধ্যে বিদ্বেষ আদান-প্রদান, কাশ্মীরের অস্থির পরিবেশ, রুদ্ধশ্বাস হয়ে ধাবমান সমাজের বিবেকবোধের ক্রমাগত অবনতির প্রবণতা, ইন্টারনেট, ফেসবুক, অনলাইন শপিং সাইট এর যুগের অধৈর্য, উচ্চাকাঙ্ক্ষী মানসিকতা – এই সবের - জন্যে ভারতীয় সংস্কৃতির স্নিগ্ধতা, পবিত্রতা ক্ষীণ হয়ে যায় | তোমার সংস্কৃতির আদি ও অকৃত্রিম মাধুর্য অত্যধিক ব্যবসায়িক ব্যবহারের দরুন হারিয়ে যাচ্ছে।
বিশ্বায়নের হাত ধরে গোটা পৃথিবীটাই যেন সভ্যতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিছু কিছু দেশের ববিশ্বজোড়া প্রভাবের বলে ভারতবাসীরাই তোমারও নিজেদের পরিচয় হারিয়ে ফেলছে। যাদের কাছে ভারতীয় ঐতিহ্য বা সংস্কৃতী থেকে শুরু করে যে কোন সম্পর্ক, অনুভূতির কোন দাম নেই |
তোমার কাছে এত অভিযোগ এক সঙ্গে করার জন্য আমকে ক্ষমা কোরো।কিছু কিছু ক্ষেত্রে আমিও অন্য ভারতবাসীদের মতই অলস বা অধৈর্য, কিন্তু সবার উপর “আমি তোমায় ভালোবাসি।” চতুর্দিকে এত চিত্র-বিচিত্র মানুষ, পোশাক-আশাক, রস-রোমাঞ্চ, গিরি-গুহা-পারাবার-নদী- অরণ্য, কত তোমার সন্তান যারা ইতিহাসের আকাশকে রত্নখচিত করে তোলে, যুগের কত ধীর স্থির মানুষের ভেসে যাওয়া কত জীবন দর্শনের কথা যা আমদের জগতেও তাৎপর্যপূর্ণ!এত অবিশ্বাস বৈচিত্র – ভৌগলিক হোক বা সংস্কৃতিক – এতে আমি গর্ব অনুভব না করে পারি না । আর এসব বেঁচে আছে আমদের সবার মাঝে – বিশ্বের প্রাচীনতম সভ্যতা যা আজও জীবিত | হোক দুর্নীতিগ্রস্থ, হোক দৈন্য পীড়িত, তাও আমি আমার দেশের মাটির “পরে ঠেকাই মাথা “। যুগ যুগান্তর ধরে - তোমার বুকেই মরণের আশা রাখি, মা আমার ।