Image by Images Store from Pixabay

হে রাম এতদিন তুমি ছিলে মানুষের অন্তরে মননে
আজ স্বমহিমায় প্রকাশ হলে
সরযুর তীরে অযোধ্যা নগরে নিজের আবাসে।
সেই কবে থেকে পাঁচশো বছরের
অনন্ত অপেক্ষার পর অবশেষে
এলো সেই ক্ষণ খুলে গেল তোমার মন্দির দুয়ার।
এ এক পবিত্রতম দিন হে রঘুনাথ
অধমের শতকোটি প্রণাম তোমায়।
ভারতের গলিতে রাজপথে আকাশে বাতাসে
ধ্বনি প্রতিধ্বনি হয়ে ফেরে একটাই নাম
সেটা রাম নাম সে ই রঘুপতি রাঘব রাজারাম।
ভারতবাসীর তুমি একান্ত আপন
তুমিই রাম লালা আর রঘুবীর তুমি।
সারা বিশ্ব মেতেছে আজ যুগান্তকারী
আজকের এই সমারোহে।
অযোধ্যার পথেঘাটে আজ শুধু একটাই ধ্বনিওঠে
রাম রাম রাম সব রামময়।
ধর্মের বিভেদের পথ আজ ভুলেছে মানুষ।
সব ধর্মের দিশা আজ তোমারই মন্দিরের পথে।
দীর্ঘ পাঁচশো বছরের
শবরীর প্রতীক্ষার যে অন্ত হোলো আজ
কৌশল্যা নন্দন তোমার হে দাশরথী রাম।
হে পতিত পাবন হে রাম হে রাম লালা
তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে
তুমি শাশ্বত আর তুমিই অবিনশ্বর।
হে রাম তুমি এক গভীর অনুভব যুগে যুগান্তরে
যতই সময়ের ধারা বয়ে যাক
কাল থেকে কালান্তরে।
একবার ডুব দাও সরযুর জলে
রামের পরশ পাবে তুমি বিন্দুতে বিন্দুতে।

.    .    .

Discus