Photo by engin akyurt on Unsplash
বেঁচে আছি আমি,
তোমাদের ধর্মে কর্মে সংস্কৃতিতে কাব্যে,
শাস্ত্রে পুরাণে চিন্তা ধারার বৈচিত্র্যে
রক্তধারার অনু পরমাণুতে আজও আমার
স্পন্দন টের পাবে তুমি।
সূদর অতীতের ঐ নিবিড় আঁধার থেকে
আমি তোমাদের সম্মোধন করছি,
আমার অমর আত্মা সেই প্রাগৈতিহাসিক
যুগ থেকেআকাশে বাতাসে,
সমুদ্রে নদীতে অরণ্যে পাহাড়ে মরুভূমির ঊষরতায়,
আর শষ্য ক্ষেত্রের শ্যামলিমায় অহরহ
সক্ররন করে ফিরি আমি, আমি বেঁচে আছি।
তোমাদের মাঝেই আজো আমি ওতপ্রোত হয়ে আছি।
সেখানেই আমার বৈশিষ্ট্য আমার জয়।
আমি বেঁচে আছি তোমাদেরই মাঝে।
আমার আদিমতম রূপ কি ছিল
তাও যে অজানা আমার।
আমি ছিলাম আমি আছি আমি থাকব
নিঃসংশয়ে জানি শুধু এই।
ওই চেয়ে দেখো অদূরের পাহাড় চূড়ায় নবোদিত
নবারুণের রশ্মির ছটায় অসংখ্য বন্য কুসুমে
আর সদা জাগ্রত ওই পাখিদের কলতানে
প্রকৃতির চোখ জুড়ানো অপরূপ নিষ্কলুষ শোভা
সে শোভা আজ আর স্পর্শ করে না আমার মন।
তবু বেঁচে আছি আমি, আমি চিরন্তন
আমি ছিলাম আমি আছি আর আমি থাকবো,
তোমাদেরই মাঝে তোমাদেরই একজন হয়ে
হে আজকের প্রজন্ম তোমরা আজকের বর্তমান।