Photo by sarandy westfall on Unsplash

বিবর্ণ শৈশব আর ঝরাযৌবনে বসন্তের দিনগুলো

ডাকে হাতছানিতে আজ আমার নেই অবসর,
আর ফিরে পেছনে দেখার।
সেদিনের সেই শৈশব ছিল অবহেলা বঞ্চনা
আর না পাওয়ার ব্যথায় ভরা।
শৈশবের পরে বসন্ত ধীরে টোকা দেয় কৈশোরে
মনের দূয়ারে সারা দিই আমি সেই ডাকে
মনের দরজা খুলে দেখি এক ঝাঁক
অবজ্ঞা আর উপেক্ষা দমকা হাওয়ায় বয়ে
কাঁদিয়ে গেল আমার ঝরা যৌবন বসন্তের
আবেগ হয়ে এসে।
আজ জীবনের প্রান্তে বসে যখন একান্ত হই
আমার আমির সাথে রং মিলন্তির খেলায় মেতে,
আমার ক্লান্ত মন বলে ওঠে সবই বিবর্ণ নয় যেন,
না পাওয়া,বঞ্চনা ,অবহেলা আর উপেক্ষার সাথে
পেয়েছি অনেকই যা চাইনি কখনো।
যা চেয়েছি সেসব শুধুই অবহেলা বঞ্চনা
আর উপেক্ষার সাথে বিবর্ণ স্মৃতি হয়ে
আজও রয়ে গেছে স্বমহিমায় আমার ধূসর অতীত
হায় অবহেলা আর বঞ্চনার সাথে ভরা অবজ্ঞায়।

.    .    .

Discus