Image by taisspires0 from Pixabay
নারকেল গাছটার খাঁজ টায়
পত্পত্ করছে একটা কাটা ঘুড়ি।
উড়তে পারছে না যদিও
তবু ওড়ার আকুল আকুতি!
কাঠঠোকরা ঠুক ঠুক করে
একমনে খুঁজে চলেছে তার খাবার।
টুনটুনি খেলে বেড়াচ্ছে
আপন মনে।
গাছের পাতায় রোদের আল্পনা !
হালকা হাওয়ায় পাতাদের ছন্দিক মূর্ছনা।
একজোড়া চোখ জানলায় অপলক-
এক কোলাহলহীন নিস্তব্ধ দ্বিপ্রহর।
পথটা এঁকে বেঁকে শুয়ে থাকে,
পথিকের পদধূলি মেখে।
ভাবুক মন এলোমেলো
ভাবনার জাল বোনে।
চেনা পথে অচেনা মানুষের ভিড়ে
মনে পড়ে যায় হারিয়ে যাওয়া মুখগুলি।
অখন্ড অবসরে তারা আসে
ঘুরে ফিরে স্মৃতির মুকুরে।
এই সেদিন ও ছিল যারা
জীবনের কলরবে মিশে ,
হারিয়ে গেছে একদিন
নিজেদের পথ চলা শেষে।
অদ্ভুত স্থবিরতাগ্রাস করে
ফেলে আসা দিনের মায়াজালে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যায়
নিস্তব্ধ দুপুর।
শিশুর বাঁধভাঙা চিৎকারে
সম্বিত ফেরে বর্তমানের বাস্তবে।
চারাগাছ খোঁজে সে
অতীতের পতিত ফাঁকা জমিতে।