Image by Andrew Leinster from Pixabay

স্বাধীনতা শুধু স্বাধীনতা নয়
স্বাধীনতা মানে ভাষা,
স্বাধীনতা শুধু স্বাধীনতা নয়
স্বাধীনতা মানে আশা।

স্বাধীনতা মানে ঘন্টা পড়া,
এক দৌড়ে ছোটা।

স্বাধীনতা মানে পাঁকের ভেতর
পদ্ম হয়ে ফোটা।

স্বাধীনতা মানে ঝগড়াঝাটি,
স্বাধীনতা মানে কষ্ট,
স্বাধীনতা মানে মুখের কথা
বলতে হবে স্পষ্ট।

স্বাধীনতা শুধু স্বাধীনতা নয়
স্বাধীনতা মানে লড়াই,
স্বাধীনতা শুধু স্বাধীনতা নয়
স্বাধীনতা মানে চড়াই।

স্বাধীনতা মানে বুকের ভেতর
এক মুঠো ভালবাসা।

স্বাধীনতা মানে মনন জুড়ে
স্বপ্নের যাওয়া আসা।

স্বাধীনতা সে তো মরিচীকা এক
স্বাধীনতা আজ ধাঁধা।

স্বাধীনতা থাক মনের ভেতর
স্বপ্ন দিয়ে বাঁধা।

স্বাধীনতা মানে স্বাধীনতা নয়
স্বাধীনতা আরও কিছু।

স্বাধীনতা মানে এগিয়ে চলা
সময়ের পিছু পিছু।

.    .    .

Discus