Photo by Simon Berger from pexels.com

শীতকাল ঘিরে থাকে ছোটবেলা!
কুয়াশার মত।
কত স্মৃতি ফিরে ফিরে আসে;
চলমান ছবির মত!
মাঝখানে ভেসে গেল কতটা সময় 
এক লহমায়।
কত প্রিয়জন চলে গেল
সীমানার বেড়াজাল ভেঙে।
ছাদের বাগানে,
চোখ মেলে মরসুমী ফুল,
মনে পড়ে যায়
বড় মামার হাসি মুখ।
দুপুরের মিঠে রোদ
কমলা লেবুরখোসা-
ছাদের আলসেতে বসে খেজুরে আলাপ!
উল কাঁটা, কেসি নাগের খোলা পাতা।
লাল বল হাতে সবুজ মাঠ চিড়ে
ছুটে যায় কপিলদেব, এক নাগাড়ে।
টেস্ট খেলা শুরু সবে
বিদেশি অতিথি দেশে।
শীতের রোদের ওমে
চড়ুইভাতির বাঁধভাঙা উচ্ছাস! 
খোলা আকাশেয় নীচে
রান্নার হতেখড়ি।
নানা রকম মেলা
খেলার হাতছানিতে,
মাঠ ঘাট ছুটে বেড়ায়
লাল নীল সবুজ শৈশব।
হঠাৎ ফিকে হয়ে আসে
শেষ বিকেলের মায়াবী আলো।
ঝুপ করে আঁধার নামে,
সন্ধ্যায় ভুব দেয় মফস্বলী বিকেল।
শীতের আমেজে নিস্তব্ধ পাড়া।
হিমের পরশে জবুথবু রাত-
দূর থেকে ভেসে আসে মাইকের গমগম ধ্বনি,
শীত সেঁকা যৌবনের অদম্য আবেগ।
বছর হারিয়ে যায় চিরতরে
বড়দিনের হাত ধরে।
নতুন স্বপ্নের ঘোরে
শুরু হয় নতুন বছর। 

.    .    .

Discus