Photo: Unsplash
নদীর মত হও।
বয়ে যাও বাধাহীন;
নির্বাক।
দাঁড়িও না কোথাও।
পার তো গাছ হয়ে যেও।
ডাল পালা মিলে;
নির্বিকার।
ছায়া ঘিরে রাখ চারধার।
আকাশ হতে পার।
নি:সীম সীমানায়;
উদাসীন।
মগ্ন তপস্বীর মত।
সমুদ্র হতে চাও?
গহীন গভীর;
বিরামহীন।
তরঙ্গায়ীত ধৌত জীবন।
তুমি বরং পাহাড় হয়ে যাও।
পাষান হৃদয়;
অবিচল।
কর্তব্যে কঠিন!
যে জল টলটল মেঘ
নিজেকে ভাসাতে পারে না আর!
তোমার পাষান বুকে
দিও তারে ঠাঁই।
জলের ধারা নামুক ছাপিয়ে তোমায়
মেঘ ভাঙা বৃষ্টি হয়ে।