Image by Gerd Altmann from Pixabay

সংরক্ষণ অবসানে শুরু বাংলাদেশে আন্দোলন
রাজপথে জড়ো ছাত্রছাত্রী যুবক যুবতী জনগণ
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র দেশ দূর্নিবার
শীর্ষ আদালত দিল সর্বগ্রহনযোগ্য সুবিচার।

নিয়মের পরিবর্তনেও থামে না যুবাদের অসন্তোষ
বেড়েই চলেছে দিনে দিনে মানুষের জনরোষ
যুবক যুবতীর দাবী হাসিনা সরকারের পতন
পথেঘাটে হচ্ছে খন্ডযুদ্ধ পুলিশের দমন পীড়ন।

আন্দোলনের গতিপথ একেবারে অন্য দিকে
সরকার বদলের ডাক ঢাকা শহরের জনপথে
প্রধানমন্ত্রীর অপসারণের দাবী শুরু দেশজুড়ে
হাসিনাকে গদিচ্যুত করতে সবে ব্যস্ত হয়ে পড়ে।

ছাত্র পুলিশ সংঘর্ষে প্রাণ গেল কিছু যুবকের
আন্দোলন হল সোচ্চার দাবী সরকার পতনের
পুলিশি প্রতিরোধ উপেক্ষা করে ছেলেরা এখন
তীব্র আন্দোলনের মধ্যেই করবে সরকার পতন।

দলে দলে যোগ দিয়েছে অগুনিত ছাত্রছাত্রী
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টানদের একটাই দাবী
হাসিনাকে সরিয়ে করবে তারা সমাজ সংস্কার
সৈরাচারী সরকারের অপশাসন নেই দরকার।

সেনা পুলিশ করছে না আর হাসিনাকে সাহায্য
শেখ হাসিনাকে পালিয়ে যেতে সেনা করল বাধ্য
প্রাণ বাঁচাতে হাসিনা আশ্রয় নিলেন ভারতবর্ষে
বিজয়ী ছাত্ররা করল লুঠপাট প্রধানমন্ত্রীর বাসে।

ভূলুণ্ঠিত হলো কবিগুরু ও বঙ্গবন্ধুর অবাক্ষ মূর্তি
আন্দোলনের গতিবিধি দেখে অবাক হল পৃথিবী
যতই করো রবিঠাকুরে আঘাত একুশে শ্রাবণে
তিনি আসবেন ফিরে আবার বাঙালির জীবনে।

গঠিত হলো মহম্মদ ইউনুসের মধ্যবর্তী সরকার
আশা করেছিল সবাই উন্নত বাংলাদেশ দেখার
নোবেল সমেত আরও পদক যার ঝুলিতে ভরে
বাংলাদেশে সুখ সমৃদ্ধি আসবে তাঁরই হাত ধরে।

দেবতারূপী বিশ্বকবি অতি উজ্জ্বল বৈশাখী রবি
ছড়িয়েছিলেন ছটা এঁকেছিলেন বাংলার ছবি
ইউনুস সাহেবও একইভাবে মনুষ্যত্ববোধ সঙ্গে
নতুন দিশা দেখাবেন আশা ছিল অশান্ত বঙ্গে।

সরকার গঠনের সাথে সাথে দিকে দিকে ভাঙচুর
সংখ্যালঘু সম্প্রদায়ে শাসায় গলায় ধমকের সুর
অগ্নি সংযোগ লুঠতরাজ মারধোর জমি দখল
পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় দুষ্কৃতীরা সচল ও সবল।

মানুষের আর্তনাদেও মোহম্মদ ইউনুস নির্বিকার
জালিয়ানওয়ালার ঘটনায় কবি ছিলেন সোচ্চার
পেয়েছিলেন ব্যথা ত্যাগ করেছিলেন নাইটহুড
ইউনুসের হল না লজ্জা হচ্ছে হত্যা বড়ই অদ্ভুত।

শান্তিজয়ী নোবেল মানুষটি হয়েছেন মূক বধীর
অন্যায় নিধন যজ্ঞেও আশ্চর্য রকমের ধীর স্থির
শান্তির দূত হয়েও বলছেন নেই অশান্তির ঘটনা
শত্রুরা করছে অকারণে প্রচার অমূলক রটনা।

বেড়েই চলেছে অত্যাচার সংখ্যালঘুরা দিশেহারা
হুঙ্কার ফতোয়া দিয়ে যাচ্ছে ইসলামী মৌলবাদীরা
হিন্দু ভক্তেরা পারছে না রক্ষা করতে ঘরবাড়ি
লুন্ঠিত হচ্ছে বিষয় সম্পত্তি নিরাপদও নয় নারী।

রাজনীতিকেরা তুলছে ভারত বিরোধী জিগির
পণ্য বয়কটের শ্লোগানে উত্তপ্ত তাদের শিবির
তেরঙা পতাকা পদদলিত করে ভারত অপমানে
ক্রুদ্ধ করল ভারতবাসীকে ওপারের জনগণে।

কি ছিল আন্দোলনের দাবী কি তার পরিণতি
কোথায় ছিল তখন এইসব কট্টরপন্থী মৌলবাদী
সংরক্ষণ ভুলে গিয়ে চারদিকে হুঙ্কারের সুর
নোবেলজয়ীর দেশে শান্তি অনিশ্চিত বহুদূর।

.    .    .

Discus