Photo by Glen Carrie on Unsplash

ভোটের সময় বারেবারে আসেন বড় নেতা
ভোটের পরে জিতে গেলেই যায় না আর দেখা
পাড়ার নেতা জেলার নেতা অন‍্য রাজ‍্য থেকেও
দিচ্ছে ভাষণ সুখ দুঃখের বাংলা না জেনেও,
গাড়ি চেপে ফুল ছুঁড়ে মানুষকে বোকা ভেবে
যা খুশি তাই বলছেন তারা জিততে তাদের হবে
নেতাদের ভাষণে দেখি না কোনো মিষ্টি ভাষা
শুনি তাদের গালিগালাজ ঝুড়ি ঝুড়ি মিথ‍্যে কথা,
মানুষের ভাল করার তাদের কোনোই আগ্রহ নেই
বিনা পয়সায় ভিক্ষে দিয়ে ভিখারি বানাবেই
এ দল দিচ্ছে চাল তো ও দল দিচ্ছে টাকা
বিপ্লবী বাঙালিদের কাছে এ যে বড়ই লজ্জা!
স্বাধীনতার আন্দোলনে সব কিছু দিয়ে বিসর্জনে
যে বাঙালি গর্ব করে সেই এখন ভিক্ষের লাইনে,
বিনা পয়সার চাল নিয়ে ভোট দেবে নেতাকে
আশাতে আসছে নেতা বাংলাতে ভোটের লোভে
ফুলের মালা গলায় দিয়ে নিজেদের দেবতা ভেবে
প্রচার করে সত‍্যি মিথ‍্যে গালিগালাজ অশ্রাব‍্যে,
সভ‍্য ভব‍্য বাংলা সমাজ কষ্ট পায় মনো দুঃখে
জানে না সে অশ্লীলতা বাংলা থেকে কবে যাবে,
মধ‍্যবিত্ত বাঙালিদের অবস্থা আজ বড়ই সঙ্গীন
প্রতিবাদের গলার আওয়াজ হয়েছে খুবই ক্ষীণ
চারদিকেতে ভয়ভীতি খুন খারাপি রাহাজানি
সাধারণ মানুষ চুপ থাকে মুখ খুললেই হয়রানি,
শিক্ষাকে পুঁজি নিয়ে পারে না কোনো দুষ্কর্মে
অনাহারে অর্ধাহারে জীবন কাটায় কোনোরকমে
চাকরির কোন কথা নেই মুখে শুধু ভোটের বাণী
ভোটপর্ব শেষ হলেই আবার সেই পুরনো কাহিনী,
ভিন রাজ‍্যের নেতারা চলে যাবে নিজের দেশে
বাংলা থেকে জিতে গিয়ে দিন কাটাবে আয়েশে
বারেবারে দিয়েছি ভোট রোদ বৃষ্টি শীতের দিনে
ভোটের পরে জিতে গিয়েই মন্ত্রী হয়ে টাকা গোনে
কলকারখানা করার কথা সেই নেতারা যায় ভুলে
আবার তারা আসে উড়ে দামামাটা বেজে গেলে,
বাঙালি বসে বন্দনা করে ব‍্যস্ত থাকে পদলেহনে
কোন বাঙালি দিল্লী যাবে কে যাবে নবান্নে,
ভোটের আগে সব দলেরই কথায় বড় ফুলঝুড়ি
বিপ্লবী বাঙালি সব ভুলে গিয়ে হল আজ ভিখারি
মন্ত্রীমশাই রাজার বেশে প্রচার করেন হেসে হেসে
ভোটটা দিলে পাবে তুমি অনেক কিছু একে একে
ঘর বাড়ি জলের সাথে টাকাও পাবে থেকে থেকে
স্বাস্থ‍্য কৃষি শিক্ষা খাদ‍্য পাবে তুমি বিনা খরচে
দান ধ‍্যানে তুষ্ট করে দেশের করের টাকা নিয়ে রাজাবাবু ফিরে গেলেন গরম গরম ভাষণ দিয়ে
সূর্য সুভাষ দিনেশ বাদল অলক্ষ‍্যে আপশোষে
ঐ বাঙালি আমার বাঙালি বাটি হাতে অবশেষে?
যেতে হচ্ছে অন‍্য রাজ‍্যে রোজগারের সন্ধানে
বাঙালিরা প্রশংসা পায় সেখানে তাদের কর্মগুনে
মাটি কাটা শ্রমিক থেকে দর্জি মিস্ত্রী স্বর্ণকার
সব কাজেতেই বাঙালির আজও জয় জয়কার,
রঙের কারখানা কাপড় কলে কলেজ বিদ‍্যালয়ে
দেখা যায় বাঙালিরা কাজ করে মর্যাদা নিয়ে
প্রবাসীদের গর্বে যখন হচ্ছে মাথা উঁচু
এই বাংলায় নেতার ভয়ে মাথা তখন হয় নীঁচু
ভোটের সময়েই শুধু তাদের লোকের কথা মনে পড়ে
আশা আকাঙ্খার কথা শুনিয়ে ভোট পর্ব শেষ করে,
বাঙালিরা হারিয়ে গেল স্বাধীনচেতার বড় অভাব
সুভাষ সূর্য বাদলের আর তো নেই কোনো প্রভাব
ভিখারি হয়েই বাঁচতে দেখে বড়ই দুঃখ লাগে
সবকিছু জেনেশুনেও ভোটটা দিতেই হবে।

.    .    .

Discus