Image by Ved Prakash Thawait from Pixabay

গুলি গোলা বন্দুকের মুখেও
পাই না কোনো ভয়
আমি হিন্দু আমার ধর্ম হিন্দু
হিন্দুরই হবে জয়,
বলেছ তুমি কলমা পড়তে এই
বসন্ত বৈশাখী রোদে
কাশ্মীরের মাটিতে বলছি আমি
হিন্দু আমার রক্তে।

হিন্দু ধর্মে গর্বিত আমি নেই
কোনো ভয় ভীতি
বিনা অস্ত্রেও তোমার সামনে
অকুতোভয়ে মুখোমুখি,
আমার ধর্মে শিক্ষা দেয় ন্যায়
নীতি ধর্মবোধে
পারলে পড়ে দেখো কী আছে
লেখা হিন্দুর গীতাতে।

মানুষে মানুষে ভাব ভালবাসাই
হিন্দুর মূল ধর্ম
তুমি এসেছ অস্ত্র হাতে হিন্দু নিধনে
করতে দুষ্কর্ম,
কাপুরুষ তুমি নিরীহদের দেখাও
শক্তির আস্ফালন
সম্মুখ সমরে এসো তো দেখি
কী করে করো নিধন?
জানি না তুমি কে কী তোমার ধর্ম
তুমি কাপুরুষ
শুভ্র সাদা হিমালয়ে কোথা থেকে
এল এরকম অমানুষ?

হিন্দু কখনোই হবে না শেষ যতই
আঘাত হানো
আমরা হিন্দু জানি না হারতে
হারি নি কখনও।

.    .    .

Discus