জন্মেছি নারী কোখে প্রথম দেখেছি তাকে
খাবার খেয়েছি তারই হাত থেকে
তবুও দেখি সে লাঞ্ছিতা চারদিকে।
আজ সকালেও জানতে পেলাম
জন্মেছে কন্যাসন্তান
রাগে ফুঁসে স্বামী দিলেন আগুন ধরিয়ে
মা জননী মারা গেলেন আগুনে পুড়ে।
ধর্মশাস্ত্রেও দেখা যায় নারীরাই হয়েছে শিকার
পেয়েছে অবিচার
ভগবান রামের পতিব্রতা স্ত্রী সীতা
বারেবারে দিয়েছেন পরীক্ষা,
হয়েছেন অবহেলিত পীড়িত
সাধারণ জনগনের কুৎসায় ব্যথিত
অন্তঃসত্ত্বাতে ছিলেন ঋষি বাল্মীকির কাছে
লব কুশ বড় হয়েছেন দেবতুল্যের আশীর্বাদে।
ভগবান রামও পারেন নি তাকে স্বস্তি দিতে
বিতাড়িত করেছিলেন রাজবাড়ি থেকে
সেদিনও ছিল না নারী স্বাধীনতা
আজও বধূটি হারালেন প্রাণ, নারী নির্যাতিতা।
রাজসভাতে নিষ্পাপ কলঙ্কহীন দ্রৌপদী
করজোড়ে করেন কাকুতি মিনতি
বিনা দোষে লাঞ্ছিতা পান্ডব ভার্যা
বাঁচাতে এগিয়ে আসে নি উপস্থিত বীর যোদ্ধা,
সভাকক্ষে রত্নখোচিত গুরুজন শাস্ত্রজ্ঞ
চুপ করে দেখেছিলেন পাঞ্চালির কষ্ট
আর্তনাদে নিশ্চুপ দেখেছেন নিজেদের স্বার্থ
নিরুত্তাপ থেকেছেন ভীষ্ম কর্ণ ও দ্রোণাচার্য।
পান্ডব পুরুষ ছিলেন বড় বলশালী
আসে নি এগিয়ে লাঞ্ছিতা পাঞ্চালি
উল্লসিত কৌরবের উন্মাদনায় চলছে বস্ত্রহরণ
নিরুপায় অসহায় দ্রৌপদীর অবিরাম ক্রন্দন,
রাজসভা মাঝে একাকী নারী দ্রৌপদী
কোনো মহিয়ান আসে নি কাছে হয় নি প্রতিবাদী
আজও সেই নারীই হল নির্যাতিতা মারাঠি শহরে
কন্যা সন্তান জন্মে মরতে হলো আগুনে পুড়ে।
সীতা দ্রৌপদীকে দেখেও মানুষ নেয় নি শিক্ষা
নারীদের আজও দিতে হয় অহেতুক পরীক্ষা
জননী নারী করলেন দেহত্যাগ আগুনে পুড়ে
স্বাধীন ভারতের লজ্জা এক মারাঠা শহরে।