আর জি কর মেডিকেল কলেজ বাংলা তথা ভারতের এক ঐতিহ‍্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই হাসপাতালেই খুন হতে হল এক পোষ্ট গ্র‍্যাজুয়েট পাঠরতা মহিলা ডাক্তারকে। তারই প্রতিবাদে এবং সুবিচারের দাবীতে কোলকাতা এবং সমস্ত পশ্চিম বাংলার আপামর জনসাধারণ ১৪ ই আগস্টে রাত্রি ১১-৫৫ মিনিটে 'রাত দখল' এর এক অরাজনৈতিক কর্মসূচীর আয়োজন করেছে। সেই কর্মসূচীর শুভ কামনায় এই ছোট লেখা।

ক্ষত বিক্ষত মৃতাকে নিয়ে
দুঃখ ভরা হৃদে
ডাক্তার ভাইবোনেরা
শহরের রাজপথে,
ছিন্নভিন্ন দেহ দেখতেই
বড় ডাক্তার বলে দিল
আত্মহত‍্যা করেছে মেয়েটা
সে যে অসুস্থ ছিল,
কারোর গলায় আবার ওঠে
কেন ছিল একা সেমিনার ঘরে
সেখানে না থাকলে তো
জীবন যেত না অত‍্যাচারে।
মেয়েটা তো কোনো পণ‍্য নয়
পাশ করা ডাক্তার
মৃতদেহ পরীক্ষার আগেই বলে দেওয়া হলো
গল্প আত্মহত‍্যার।
কেন এই ছিনিমিনি খেলা
কী আছে আড়ালে?
কেন শবচ্ছেদের আগেই খবর গেল বাড়িতে
সন্দেহ সব মহলে।
সারা ভারতের ডাক্তারেরা
সোচ্চার ঘটনায়
একযোগে আন্দোলনে
এই নারকীয় হত‍্যায়।
বিচারের আশায় বসে আছে রাস্তায়
পড়ুয়া থেকে পাশ করা জুনিয়র
সমর্থন করেছে সবাই
অভিভাবক ও সিনিয়র।
রাজনীতি দলগুলো করছে নাটক
দিচ্ছে জ্বালাময়ী ভাষণ
ভিড় করেছে কলেজ প্রাঙ্গনে
শোনা যাচ্ছে হারিয়ে যাওয়া মেয়েটার ক্রন্দন।
গর্জে উঠেছে বঙ্গ নারী
জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে
স্কুলে পড়া নাতনির সাথে
অশীতিপর ঠাকুমাও হাঁটবে গভীর রাতে
কলকাতার রাজপথে।
জেগে উঠেছে বাঙালি জেগেছে বাংলা
রাজনীতি বিসর্জনে একতা দেখিয়ে
মা মাসি দিদি বোন ঠাকুমা দিদিমা হাঁটবে
নারী স্বাধীনতা লক্ষ‍্যে
চোদ্দই আগস্টের মধ‍্যরাতে।
আমেরিকা ইংল‍্যান্ড জার্মানি দিল্লী
পেরেছে অতীতে
আমার বাংলাবাসী মা বোনেরা লড়াই করে
নারী স্বাধীনতা আনবে আজ রাতে,
মেয়েটা চলে গেছে একরাশ ক্ষোভ নিয়ে
পাশবিক অত‍্যাচারে
রাতের অন্ধকারে তাদের প্রতিবাদে
আকাশের তারাও অশ্রু ঝরাবে অতি নীরবে।
নারীরা নয় কোনো ভোগ‍্যপণ‍্য
চায় সমান অধিকার
মেয়েটির দোষীদের দিতে হবে কঠিন শাস্তি
তবেই শান্তি পাবে তার আত্মার।
রাতের অন্ধকারে দলবদ্ধ হয়ে করবে রাস্তা দখল
নারী স্বাধীনতা অর্জনে অঙ্গীকার
করবে না তারা শহরের জীবন অচল
চাইবে না কোনো বিশেষ অধিকার।
তারাই করবে নির্মূল সেই শয়তানেদের
যারা তাদের মেয়েকে কষ্ট দিয়েছে
তারাও পারবে সফল হতে
আমেরিকা জার্মানি ইংল‍্যান্ড যা পেরেছে।
হাঁটবে রাস্তায় দিদিমা ঠাকুমা
রাতের রাস্তা দখল করে নারীমুক্তি লক্ষ‍্যে
ভয়মুক্ত সমাজ গড়ে বাংলাকে
আবার নিয়ে যাবে বৃহৎ বিশ্বে,
এই বাংলার মা বোনেরা হাঁটবে
আজ গভীর রাতে
গ্রামে গঞ্জে ও শহরের রাজপথে।

.    .    .

Discus