Photo by Melanie Wasser on Unsplash
অভয়া পারে নি নিজেকে বাঁচাতে
'আর জি কর' হাসপাতালে
কুন্তলা পেরেছে অত্যাচারিত হয়েও
পুলিশে নালিশ জানাতে,
বাধ্য হয়েছে পুলিশ প্রশাসন
তৎপর হয় অনুসন্ধানে
যা করে নি তারা অভয়ার ক্ষেত্রে
মারা গেল সে ধর্ষণে।
বাংলার মেয়ে বাঙালির মেয়ে
হয় না কখনও ভয় ভীত
সেজন্যই দেখা যায় ধর্ষণের পরে
ধর্ষিতা হয় মৃত,
ধর্ষক পালায় ধর্ষণ করে
শুরু হয় রাজনীতি
পুলিশ প্রশাসনও চুপ করে থাকে
ধরে না প্রকৃত দোষী।
বাংলার মেয়ে নয় অবলা
মুখর নির্যাতিতা
প্রতিবাদী হয়েছে বিচার পেতে
সঙ্গে জনতা।
বাংলায় ছিল নারী নির্যাতন
ধর্মের অজুহাতে
বিধবা নারীকে পোড়ানো হতো
মৃত স্বামীর সাথে,
বিলুপ্ত হয়েছে সতীদাহ প্রথা
বিধবার মুখে হাসি
রামমোহন ঈশ্বরের বাংলায়
শুরু হয় নারী প্রগতি,
শিক্ষার জোয়ারে ভেসে যায়
গঞ্জ শহর মফস্বল
পর্দানশীন বাঙালি মেয়েরাও
লেখাপড়া শিখে উজ্জ্বল।
বিধবা পেয়েছে নতুন জীবন
বিদ্যাসাগরের পন্ডিতি জ্ঞানে
হিন্দু সমাজে হয় পরিমার্জন
বিধবা বিবাহ আইন প্রণয়নে,
শিক্ষার আলো ছড়িয়ে যেতে
নারীরা আসেন বাড়ির বাইরে
শুরু হয়ে যায় নারী স্বাধীনতা
সংস্কারাচ্ছন্ন সমাজে সর্বস্তরে।
কাদম্বিনী হলেন প্রথম ডাক্তার
লাঞ্ছনা গঞ্জনা সব উপেক্ষায়
মেয়েরা এখন দলে দলে আসে
ডাক্তার হওয়ার সুপ্ত আশায়,
শৃঙ্খলমুক্ত নারী দেখা যায়
গোলা হাতে স্বাধীনতা যুদ্ধে
পুরুষের সাথে সমান দক্ষতায়
ছুঁড়েছে বোমা ব্রিটিশ শাসকে।
পেয়েছে বাংলা বীণা প্রীতিলতা
আরও কতো সাহসী বঙ্গ রমণী
নিরস্ত্র হাতে প্রতিবাদ করে মৃত্যু
বরণ করেছেন প্রিয় মাতঙ্গীনি,
আজও হয় প্রতিবাদ বাংলায়
নারীরা নয় একেবারে অসহায়
ধর্ষিতা নারী কুন্তলা অকপটে
নালিশ জানাতে থানাতে যায়।
দিনের আলোকে হয়েছে ধর্ষিতা
তারই কলেজের একটা ঘরে
পারে নি বাঁচাতে নিজের সম্ভ্রম
পশুসাথে অসম লড়াই করে,
সাহসীনি ছাত্রী কুন্ঠা করে নি
থানায় গিয়ে নালিশ জানাতে
সমাজের ভয়ে গুটিয়ে না থেকে
ধর্ষকে সে চিহ্নিত করেছে।
'আর জি কর' এর মেয়েটিও
যদি থাকত প্রাণে বেঁচে
নিশ্চিতভাবে সেও দিত চিনিয়ে
কে তাকে ধর্ষণ করেছে,
বাংলায় এসেছেন রামমোহন বিদ্যাসাগর
দিয়েছেন সমাজ শিক্ষা
শিক্ষার আলোকে শিক্ষিতা নারী
করতে পারে নিজেকে রক্ষা,
অকুতোভয়ে নির্মূল করবে সব ধর্ষককে
বাংলার মাটি থেকে
অভয়া কুন্তলা সাহস জোগাবে
আজকের বঙ্গ সমাজে।