Image by Jona from Pixabay
আজ হাত বাড়ালেই
হাতের কাছে সব,
আজ চোখ রাখলেই
চোখের সামনে শব;
দেহের হয়তো না
হয়তো মনুষ্যত্বের
হয়তো বন্ধুত্বের,
হয়তো ভালোবাসার।
মানুষ আজ দেখায় অনেক কিছু
এবং উদ্দেশ্য কেবল দেখানোই
মিথ্যা বাহবা লুফে নেওয়ার জন্য...
আজ ক্যামেরা তার পিছু নেয়
যাকে নিয়ে সমালোচনা তুঙ্গে
উদ্দেশ্য খ্যাতি কুড়িয়ে নেওয়া...
আজ মানুষ সাংঘাতিক ইঁদুর-দৌড়ে মত্ত
তার রক্তের প্রতি ফোঁটায়
প্রতিযোগিতা,
জেতার আকাঙ্খা,
নিকৃষ্ট তুলনা,
সকলের চূড়ায় থাকার স্বপ্ন।
সেই প্রাচীনকালে যে হাতে-হাত মিলিয়ে
মানুষ আগুন জ্বালাতে শিখেছিল
আজ সে পরমাণু বোমা বানাচ্ছে
যারা পৃথিবীর সাথে লড়াই করেছিল
নিজেদের অস্তিত্ব বাঁচাতে ,
আজ তারা নিজেদের ---
লোভ-লালসা-চাহিদা পূরণে ব্যস্ত ...
মানবসৃষ্ট ইন্টারনেট পেরেছে
একে অন্যকে কাছাকাছি আনতে,
কিন্তু সে ব্যর্থ আজ
পৃথিবীর প্রতি কোণায় ,
কাঁদছে কেউ না কেউ সবসময়।
আজ মানুষ বড়োই একা
হারিয়ে গেছে তার খেলার স্মৃতি,
হারিয়ে গেছে দেশের মাটি,
হারিয়ে গেছে সত্য প্রেম ,
মানবিকতার সেবা ।।
আজ মানুষ বড়ো অসহায়...
. . .