Image by cromaconceptovisual from Pixabay 

যে পথ ধরে এসেছিলে প্রেমের অভিলাষে,
ভরিয়ে ছিলে আমার
এ মন এরূপ ভালোবেসে,
হেসে ছিলে কাছে ছিলে
এই বুকের পরে এসে|
অনেক কথা বলেছিলে
কোনও কথা না বলে,
ওইকাজল নয়না হরিণী আজ
যে একান্তে এই অবেলায় কতো যাও বলি,
আমি হাতে মন কলম নিই তুলি,
আপন আপন লেখনীতে সে সব যাই বলি,
আমি দিইনি কো জলাঞ্জলি,
তব অমৃত প্রেমাঞ্জলি,
আমি আপন খেয়ালে
এই অবেলায় আপন মনের দেওয়ালে
সব স্মৃতি লিখে চলি|
কবিতায় আমি কেবলই তোমার ছবিগুলি এঁকে চলি,
ওগো মোর প্রিয়ে তব অমৃতসম অপরূপ কথাকলি|
চলে গেছ আজ বহু বহু দূরে,
অভিমানে ছেড়ে এই অবুঝটারে
তবু গান গাই তোমার ই সুরেসুরে,
তবু মনে রেখো ভালোবেসেছিনু শুধুই তোমারে|

.    .    .

Discus