এখন অনেক রাত
পাশে শুয়ে মোর প্রিয়া |
রেখে আমার বুকের পরে
তার কোমল হাত |
আকাশে জমাট কালো মেঘ
মাঝে মাঝে নামে বাদল ধারা |
সারা দিন কেবল ই বকাবকি
অনটনে মুখ খানি করে ভার |
এখন কেমন সুখনিদ্রায় তুমি ঘুমে ,
প্রিয়ে আমি কেবল তোমার ই পানে চেয়ে ,
ঘুম নেই এচোখে আমার |
পূর্ণিমার চাঁদ আজ এ ঘরে আমার |