Photo by afiq fatah on Unsplash

ওর বাঁশি
আজ ও এই প্রাণে এসে
কাঁদায় মোরে একান্তে মোর কানে কানে আসি |

ওরে বলে দিয়ো
সে যেন অমন করে
করুণ সুরে বজায় না ওই বাঁশি ,
এমন করে কাঁদায় মোরেে
ওই বাঁশরিয়ার বাঁশি |

আমার প্রিয়া কষ্ট পাবে
বুকের পরে আসি ,
ও যেন না বজায় বাঁশি |

আমার রোদন
তারেও কাঁদায় বোঝে না
কেন ওই বাঁশি ?

ওর বেণুর কূজন শুনে
মোর প্রিয়া যে
মরে লাজে ,
আমার ভুল হয়ে যায় কাজে ,
মোর পূর্ণ বাসর
সাজায়ে রেখেছি অপরূপ ফুলোসাজে ,
যেন নতুন করে আর ফেলো না গো তাহারে লাজে |

তাই বাঁশুরিয়া তুমি ওই বাঁশি ,
আর বজায়ো না
এমন আসি ,
তুমি বাজায়ো না ওই বাঁশি |

.    .    .

Discus