Source: pexels.com

যদি জন্ম পেলাম রূপে এক ফুল
তবে কেন প্রভু বারেবার
এতো অবহেলা এতো
তাচ্ছিল্য অনাদর
এ জনম মোর শুধুই ভুল ভুল শুধুই ভুল |

আমি নাকি এক ফুল
তবুও দাওনি রূপ দাওনি কোনো গাল ভরা নাম
দাও নি প্রভু কোনো
তোমার চরণে একটু ঠাঁই মেলে না যার ,
কিংবা মেলে ঠাঁই
কোনো তন্বীর খোঁপায়
একটু সন্মান |

কেন কেন কেন হে প্রভু
এ জনম আমার পথের
ধারের এক ঝোপে জঙ্গলে ?

লাগি কেন কোনো কাজে
কোনো কারুর ই মঙ্গলে ?

ওই ঝোপে ই জনম বলে ?
নাকি সে ও তোমার
কোনও ভুল ?

নাম নেই মোর অজ ও
শুধুই রয়েই গেলাম
হয়ে আজ ও
কেবল ই এক বনফুল |

জীবন খাতার প্রতি পাতায়
আজি হিসাব মেলাতে
গিয়ে দেখি বারেবার
ভুল ভুল সব ই ভুল |

.    .    .

Discus