Image by Joshua Woroniecki from Pixabay 

আমি দাঁড়ায়ে রহিনু এপারে ,
রহিনু বসিয়া নদীর ঘাটের পরে ,
তোমার ফেরার আশার তরে ,
তুমি নব নব রূপে ছুঁইয়া
যাইয়ো মোরে |

প্রেরণা দিয়ো গো মোরে ,
এই আকৃতি লেখনিটারে ,
অপারগ তবু আঁকিব কবিতা ,
তোমারই দেওয়া রঙ তুলি নিয়ে ,
তোমারই আঁচল পরে ,
আশা ও নিরাশা মিলেমিশে দেখো ,
আসিবে ফিরিয়া নতুন সৃজন শুধু ই তোমার তরে ,
খুশিতে নাচিয়া উঠিবে দেখিয়ো
তুমি অনেক দিনের পরে ,
আমি দেখিব নয়ন ভরিয়া
প্রিয়ে সেদিন শুধুই তোমারে |

.    .    .

Discus