REGISTER
+ Follow
চোখ মেলেছে সূয্যিঠাকুর
আকাশগাঙের পূবে ,
রাতজাগা সেই পাখির ডাকে
আলতো আলোয় ডুবে ,
মন মেতেছে খুশির নেশায়
সিউলিরা সব মনকে মাতায় ,
শিশির ভেজা ঘাসের পরে
আপন রূপে হৃদয় হরে |
নিশা লাগিল রে
নিশা লাগিল রে
শরতরানীর রূপের নেশায় মন মাতাল হল রে |
. . .
REGISTER
Discus