Image by mohamed Hassan from Pixabay শিশির সিক্ত ওই ঘাসেদের বুকে ,
দেখো কেমন আদরে সোহাগে ,
ঘুমায় শিউলিরা পরম সুখে |
শুধু তুমি নেই প্রিয়ে
আজ এই অভাগার বুকে ,
ভাঙা ভাঙা মন আমার
কি যে পেলো ?
সব কিছু ই হারিয়ে গেল |
তুমি এলে না
কেন এলে না
এই অপরূপা শারদ বেলায় ,
হায় নিয়তির নিঠুর খেলায় |
. . .