Image by Pexels from Pixabay 

তোমাদের খাবার ফেলে দেওয়াটাই ফ্যাশন
হাড়ভাঙ্গা পরিশ্রমের পরেও
মোদের জোটে না ক্ষুধার সামান্য রেশন ,
ওই ফেলে দেওয়া উদ্বৃত্তেই মোরা মেটাই ক্ষুধা |

তোমাদের মনুষ্যত্বে এক ফোঁটা ও নেই দ্বন্দ্ব দ্বিধা ,
সামাজিক লাজ লজ্জা কেড়ে নিয়ে যায় মোদের ক্ষুধা |

হায় হায় হায়
তোমাদের বিবেক কোথায় ?

বাঁচি কিংবা মরি ,
খাই কিংবা নাইবা খাই ,
দূর দূর দূর ছাই ,
তোমাদের সে সব ভাবার সময় সময় কোথায় ?

বিবেক মনুষ্যত্ব কি জিনিস ?
খায় না মাথায় দেয় ?

.    .    .

Discus