Image by Kristjan from Pixabay
হয়তো মুছে ফেলেছো আজ আমায়
তোমার ওই স্মৃতির পাতায়,
কিন্তু কি করি নিয়ে এই অবোধ মনটায়?
মন আমার আজও আটকে পড়ে আছে
ওই স্মিতহাসি মুখটায়|
কি করে তারে বলো ভোলা যায়?
যে জুড়ে আছে গোটা মনের এই আকাশটায়,
ফেলে আসা দিনগুলোয়
স্মৃতির পাতায় পাতায় হায়,
হয়তো সে মুছে ফেলেছে আমায়,
ভালো থেকো ভালোবাসা ভালো থেকো
আপন সুখী ঘরটায়|
ভরা থাক মন আমার ব্যথার কাঁটায় কাঁটায়,
আমি না হয় লুকিয়ে রাখবো সব ই
এই হাসিমাখা মুখোশের আড়ালটায়,
তাতে আর আজ তোমার ই বা কি আসে যায়?
সময়ের ফারাকটা সব কিছুই ভুলিয়ে দিয়েছে তোমায়|