ভালোবাসার মনের মানুষ
কাছে থাকুক কিংবা দূরে,
মনের আকাশে থাকে
রামধনুর অপরূপা রঙে রঙে জুড়ে,
মনের আকাশে বাজে অপরূপ সুরে সুরে,
আসে ফিরে ফিরে
আপন খেয়ালে ঘুরে ঘুরে
বাজে অপরূপ সুরে সুরে
কলম লিখে চলে কেবল ই তাহারে ঘিরে ঘিরে,
স্মৃতির আকাশে আসে ফিরে ফিরে,
থাকে সে আমার হৃদয়খানা জুড়ে|
কোনও অভিযোগ অনুযোগ নাইকো তাহার পরে,
গড়ে গেছে সে আপনার ঘর হৃদয় অন্তঃপুরে|
যা ছিল তাহার একে একে সে দিয়ে
গেছে সব উজাড় করে,
ধন্য হৃদয় ভালোবেসে আজও কেবল যে তাহারে|