REGISTER
+ Follow
Photo by Lukas Rodriguez from Pexels
দেখো দেখো আকাশটা কেমন
রঙ বদলায় ক্ষনে ক্ষনে ,
দেখে পুলক জাগে
রঙ লাগে তোমার মনে
আমার ও মনে |
কিন্তু আপন মানুষগুলো
যখন রঙ বদলায় ,
স্বার্থ যখন ফুরায়ে যায় ,
হৃদয় টা ভেঙে চুরমার হয়ে যায় ,
বুকচাপা কান্নায় |
. . .
REGISTER
Discus