Image by Sammy-Sander from Pixabay 



থাকো না যতোই সুদূরে ,
আছো এই মনের গভীরে ,
মনকলম লেখে তোমারেই ঘিরে |

আসো মোর নয়নে নয়নে ,
বারেবারে ই ঘুরে ফিরে |

তুমি যে আমার প্রেরণা ,
দোষ তো আমার ই ছিল |

তবু যেওনা , আমায় ছেড়োনা ,
অনবধানে কবে কি বলেছিলেম ,
মনে তা রেখো না ۔۔۔۔۔রেখো না |

যেও না চলে অভিমানে
সজল নয়নে ,
ব্যথাতুর আপন মনে ,
যেও না চলে অভিমানে |

এই মুখের কথা
নয় আদৌ মোর মনের কথা ,
সে তোমার ও মন ই জানে ,
যেও না চলে অভিমানে |

.    .    .

Discus