Image by Igor Ovsyannykov from Pixabay 

দিনের শেষে এখন প্রায়
সবাই ঘুমের দেশে,
আমিও প্রায় ঢুলু ঢুলু চোখে
ক্লান্তি হতাশা ঘিরে ধরে দু চোখে|
তবুও এ নাছোড় মনকলম আমার
লিখতে চায় ঠিক প্রতিদিনের মতোন,
বায়না বায়না বায়না
কিছুতেই ছাড়তে চায়না,
আমাকে লিখতেই হবে নিয়ে সাথে তোকে|
কি আর করা করা
আবার লিখতে বসা নিয়ে তোকে|
সুখ দুঃখ হাসি কান্না
অনেক কিছু কথা
অনেক না বলা কথা চোখে চোখে
তোর অনুভূতি মাখা চোখ দুটো সলাজ,
তোর পরশ , নানান রঙের জলছবি,
নানান মুহূর্তের কোলাজ,
জড়িয়ে আছে আমায় আজ|
থাকিস এমনই আমার বুকটা জুড়ে
যতদিন যাবো ছেড়ে এই রঙ্গমঞ্চটারে,
শেষ ঘুমটা যে দিন আসবে চোখ জুড়ে,
সেদিন অন্ততঃ একটু দাঁড়াস এসে
মোর সেই শেষবেলায় একটু আমার শিয়রে|
দেখে যেতে যেতে চাই তোর ওই
ভুবন ভোলানো হাসিমুখটারে|

.    .    .

Discus