Source: unsplash.com

সে ছিল এক কালো মেয়ে
তার মাথায় একরাশ কুঞ্চিত কুচকুচে
কালো চুলে ভরা ছিল তার মাথা |

তার মুখটাও ছিল
নিকষ কালো |

আপাতদৃষ্টে সে দেখতে
মোটেও ছিল না
সেই অর্থে মোটেও ভালো |

তবুও না জানি কেন
আজ ও বারেবার
ওই কালো মুখ খানাই
ভেসে ওঠে এই মনে ,
একান্তে আনমনে |

ওই কি ছিল তবে
গুরুদেবের সেই কৃষ্ণকলি
এই মনে ?
কে জানে ?

হয় তো সেই কালো
গহীন চোখ দুটো ই
এ মনে জ্বেলেছিলো
অজান্তে অনেকখানি আলো ۔۔۔۔ |

তাই কি তারে ই
লেগেছিলো এ মনের ভালো ?

শুনেছি লোকে কয়
তাই এই মন খুঁজে
পেয়েছিলো এ মন
তার ই মধ্যে সেই আলো ?

তাই হয় তো
এ কলম আজও
বলে চলেছে
সেই গ্রাম্য কালো মেয়ে ই ছিল ভালো |

যার আলোয় এ
মন আজ ও আলোয় আলো |

.    .    .

Discus