Image by Photo Mix from Pixabay কথার পরে কথা
কিছু এলোমেলো
বেসামাল মনের জমে থাকা কিছু কথা ,
লিখলেই কি তা
আদৌ হয় কভু ?
প্রেমের কথা ,
মনের স্বতঃস্ফূর্ত কোনও কবিতা ?
চোখে চোখ রাখলেই কি
হয়ে যায় ভালোবাসা ?
এতো হিসাব করে
কঠিন অঙ্কের সমাধান করা যায় |
কিন্তু ভালোবাসা আদৌ নয় ,
ভালোবাসা হটাৎ এক ঝলক
যেন প্রাণ জুড়ানো টাটকা হওয়া ,
যাতে সহজেই ডানা মেলে যায় ভেসে যাওয়া |
জীবনের এক রঙ্গীন অধ্যায়
হটাৎ আসে দমকা হওয়ার মতোন
জাতপাত উঁচু নিচু গরীব বড়লোক
সব ব্যাবধান ভেঙে ফেলে
দুটো মন দেয় ডানা মেলে
অপরূপ এক স্বপ্নের উড়ান |
ভালোবাসা কে ভালো রাখতে জেনো ,
তার ভালোলাগার মন্দলাগাগুলোর কথা শুনো ,
নিজের সব কিছু অকাতরে
বিলিয়ে দিয়ো শুধু তাকেই ভালো রাখার জন্যে ,
দেখবে সে ঠিক তোমার ই থাকবে ,
কাছে কিংবা দূরে
যেখানেই থাকনা কেন ,
ঘুরে ফিরে তোমার মনপাখী
ফিরবে তোমার ই বুকে
এটাই শুধু জেনো |
হাহাকার নয়
বিশ্বাস টা রেখো
শুধু তার ই উপর , হারিয়ো যেন |
. . .