সেই সব সন্ধ্যায়
আমি অপলক দৃষ্টিতে
হারিয়ে যেতেম তোমার চোখের
সুনীল অতল গভীরতায় ,
তুমি গাইতে অসাধারন গলায় ,
গান ভেসে যেত নদীর
জলের ঢেউয়ের ভেলায় ,
ভেসে যেত গান হাওয়ায় হাওয়ায় ,
অপরূপা সেই সব মোহিনী সন্ধাবেলায় ,
মেতে উঠতাম মোরা
মন দেওয়া নেওয়ার খেলায় ,
মোহিনী চন্দ্রিমায় স্মিত ওই নদীর
ঢেউয়ে ঢেউয়ে তোমার পা ধুইয়ে যেত ,
তারাও যেন তোমারেই বলে যেত ,
ভালোবাসি ভালোবাসি ,
তাই তো তোমার পায়ের পরে আসি ,
তুমি আপন গলায় যখন
সুর তোলো গো আসি ,
আমি তখন মাতাল হয়ে
সুরের নেশায় লুটিয়ে পড়ি আসি ,
তোমার প্রেমে পাগল আমি
তোমায় আমি বড্ডো ভালোবাসি ,
যখন তুমি কাছেই বসতে আসি |