তোমাকে আর বেঁধে রাখতে
পারলাম কোই ?
দারিদ্রের যন্ত্রনায়
দিশাহীন জীবন সমুদ্রে ভেসে রই |
জীবনসংগ্রামে চলছে প্রতিনিয়ত লড়াই ,
আশা আর কবিতা সেটুকুই সম্বল
তাই নিয়ে কোনোমতে বেঁচে রই ,
আর আছে সাথে এই অপারগ লেখনী ,
প্রচেষ্টা দুর্নিবার ,
তোমারে নিয়ে দু কলম লিখবার ,
ফেলে আসা জীবনের ডাইরির পাতা
তাই নিয়ে সৃজন প্রচেষ্টা ,
কে জানে সেগুলো , আদৌ কি হয় কবিতা ?
অপারগ এক সামান্য লেখকের কবিতা
তোমরা কি আদৌ পড়বে তা ?
. . .