একটু একটু করে কতো কতো
অব্যক্ত ব্যথা জমে আছে ,
কতো অভিমান এ বুকে আজ ও
একটু একটু করে জমে আছে ,
কতো অনুভূতি এ মনে জমে আছে ,
সব বলতে চাই দিনান্তে ,
শুধু ই তোমার ই কানে কানে একান্তে ,
বোঝো আদৌ তুমি সে সব ?
শুনবে কি আদৌ সে সব ?
কবো কবো শুধুই
তোমার ই কানে কানে একান্তে |

যদি তুমি আদৌ
চাও সে সব কথা জানতে ,
দেখো দেখো আমিও কেমন
করতে পারি কবিতার সৃজন ,
শুধুই তোমার সাথে প্রিয়ে একান্তে |

.    .    .

Discus