Image by minxutopia from Pixabay
ফিরে এলো আবার রাখীবন্ধন,
মানুষে মানুষে মহা মেলবন্ধন,
হিংসা দ্বেষ উচ্চ নীচ সব ভুলে আজ আনন্দের বন্ধন,
মানুষে মানুষে মানবতার মেলবন্ধন|
ভাই বোনের রক্ষা বন্ধন,
গুরুদেবের হাতের ছোঁয়ায়
ধন্য আজ মহা মেলবোধন,
নারী পুরুষ নিৰ্বিশেষে এসো
হাতে হাতে বাঁধি মোরা রাখীবন্ধন|
ভালোবাসায় গড়ি মোরা মহা সম্প্রীতির বন্ধন,
প্রাণে প্রাণে সাফল্যমন্ডিত হোক রাখীবন্ধন|