ছোট্ট কথা একটু শুধুই ভালোবাসা ,
তাই তো তোমার দ্বারে আসা ,
মনে নিয়ে অনেক আশা ,
কাজের ফাঁকেই লিখতে বসা ,
নড়বড়ে হাত লেখায় আমার ,
তবুও চলে কলম আমার ,
একটুও নাই উপায় থামার |
তুমি ই মোরে আস্কারা দাও ,
তুমি নাও ডেকে নাও ,
উপহারে উপহারে তুমি
আমারে ভরাও ,
তাই লিখেই চলি
মনের কথা তোমায় বলি ,
তোমার কথাই লিখেই চলি |
ঠিক বলি বা ভুল ই বলি ,
কল্পনার জাল বুনেই চলি |
অনুরাগ কুমকুমে মোরে ভরে দিলে ,
তুমি আমারে ই ভালোবেসে ছিলে ,
আশা নিরাশার দোলায় দুলিয়ে গেলে ,
এতো প্রেমে কেন মোরে ভরিয়ে দিলে ?
তুমি ফের মোরে ছুঁয়ে গেলে |
. . .