Image by Gordon Johnson from Pixabay 

কাজী নজরুল সাহেবের অমৃত সৃজন ۔۔۔۔
মোরা এক ই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান |

আর এই প্রবীর চক্রবর্তী বলছে ۔۔۔۔
বলতে পারো
তোমরা সবে ,
সব দেশেতেই সংখ্যালঘুরা
কবে একটু স্বস্তি পাবে ?

বাঁচার মতোন বাঁচতে পাবে
একটু তারা স্বস্তি পাবে ,
পাষণ্ডেরা শাস্তি পাবে ,
মানুষ আবার মানুষ হবে ,
মান আর হুঁশ ফিরে পাবে ?

ফিরবে আবার ভালোবাসা ,
প্রাণে আবার জাগবে আশা |

মিথ্যাচারের হোক অবসান
মানবতা আবার ফিরে পাক প্রাণ |

ধর্মের দোহাই দিয়ে অধর্মের গান ,
বন্ধ হোক আজি হে ভগবান ,
হে আল্লাহ হে মেহেরবান |

এই অকৃতি কলম
চায় যে লাগাতে ,
মানবতার ক্ষতে
পরম স্নেহে মলম লাগাতে |

.    .    .

Discus