Source: wikimedia

আমি ঘর হারাইলাম
ভিটা হারাইলাম ,
জন্মভুমিতেই পাড়া পড়শী হারাইলাম ,
তবু মনের ভিতর পশুটারে
হারাইতে পারিলাম কই ?

আমি হিন্দু হইলাম ,
আমি মুসলমান হইলাম ,
মানুষ হইতে পারিলাম কই ?

শুধুই ধর্মের ধ্বজাখানাই
আঁকড়ে বুর্বাকের মতোই
প্রানপনে ভাইরে আঁকড়ে রই |

সব ধর্মের ই মূল কথা যে
মানবতা ভাইরে সেটাই
মোরা বুঝিলাম কই ?

ভাইরে মানুষ যদি না ই বাঁচে
তবে ধর্ম বাঁচে কেমনে ?
সেটাই বিবেকটারে বোঝাই কই ?

মানুষের হুঁশটাই নাই থাকে
এই মানব জনম কেন ভাই ?

লাশের উপর ভাই যদি
মন্দির গড়ি মসজিদ গড়ি
তবে সেই ধর্মস্থান পবিত্র কেমনে ?

সারকথাটাই ভাইরে বোঝাতে তোমাদের ,
ধর্মের নামে ঢের হয়েছে লড়াই ,
থামাও এবার ধর্মের বড়াই |

.    .    .

Discus