Image by James Wheeler from Pixabay সেই রাতে দুজনে ছিলেম বসে এই নদীর ঘাটটাতেই ,নদীতে ভরা কোটাল ,
পূর্ণিমার সেই রাতে দুটো মন দুটো শরীর এক হয়ে পুরোপুরি ই মাতাল ,
নদীতেও জোয়ারের জল
উথাল পাতাল ,
ওই আকাশে ছিল মোহিনী চাঁদ ,
আমার বুকের উপর ও আর মোহিনী অপরূপা চাঁদ ,
প্রিয়া তোমারে দেখি আর ওই নদী তার উথাল পাতাল ঘাটে আছড়ে পড়া ঢেউ,
আকাশ জুড়ে স্নিগ্ধ মায়াবী চাঁদ ,
আর আমার বুকের পরে সেই মোহিনী চাঁদ ,
বলো আমি কারে ছেড়ে
কারে দেখি ,
সে এক মায়াবী নেশায় বিভোর আমি |
ওই দুটো হাত ছিল এই হাতে ,
খুব ভালো লাগছিলো
সেই রাতে ,
মন খুশি উর্বশী
সেই রাতে ,
মন ছিল তোমারই
মায়াতে ,
চোখ ছিল চোখের ই
নেশাতে ,
আমি ছিলেম শুধু ছিলেম
তোমাতে |
তুমি ছিলে মোর সাথে
মন জানে ,
সেই তুমি নেই তুমি
আজ তুমি
কে জানে কোনখানে ?
খুঁজে ফিরি
তোমারে কোনখানে ?
স্মৃতিগুলো কেঁদে ফেরে এই মনে |
মন মাতাল
সাঁঝ সকাল
. . .